ads top

পান সুপাড়ি






পান সুপাড়ি

- সাগর আল হেলাল


পান খেতে সুপাড়ি লাগে
হয় যদি তা কাঁচা,
বুড়ো হলে কিচ্ছু না থাক
পান খেয়ে যায় বাঁচা।

পানেতে কেউ জর্দা খোঁজে
কেউ খোঁজে তার জাতি,
পানে চলে শতো মশলা
শুকনা, ভেজা পাতি।

পান খাওয়া ঠোঁট দেখতে দারুণ
হয় যদি ফের নারী,
হুকুম পেলে হাজার জনে
করবে কাড়াকাড়ি।

পানের সাথে প্রাণের জোড়া
সবাই মনে রেখো,
যদি কোনো সন্দেহ হয়
একবার খেয়ে দেখো।
-
২৬.০২.২০২২
Share on Google Plus

About Sagor Al Helal

Lyricist: Bangladesh Betar and Television.

0 Comments:

Post a Comment